শীতলকুচিতে মানুষ মেরে বীরভূমে গিয়ে দাঁড়িয়েছে! বৃহস্পতিবার কোচবিহার থেকে প্রাক্তন আইপিএস তথা এবারের লোকসভা ভোটে বিজেপি প্রার্থী দেবাশিস ধরকে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মমতা বলেন, “শীতলকুচিতে ভোটের লাইনে ৫ জন মানুষকে মেরে এখনও হাতের রক্তের দাগ মোছেনি। এখন বীরভূমে গিয়ে দাঁড়িয়েছে! বলছে আগে এসডিপিও ছিল! ওঁর বিরুদ্ধে এখনও ২টো বিভাগীয় তদন্ত চলছে, ভিজিলেন্সের কেস চলছে। আমরা আপত্তি তুলেছিলাম, কিন্তু কেন্দ্র ছাড়পত্র দিয়ে দিয়েছে। মনে নেই, কীভাবে ভোটের দিন নিরস্ত্র মানুষ মেরেছিল!”
প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা ভোটের দিন কোচবিহারের শীতলকুচিতে গুলি চালিয়েছিল কেন্দ্রীয় বাহিনী। সেই সময়ে কোচবিহারের পুলিশ সুপার ছিলেন দেবাশিস। জনসভা থেকে সেই ঘটনাই মনে করিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।