Sambad Samakal

Mamata: দেশের কলঙ্ক! প্রতিদিন গুণ্ডামি করে! নাম না করে নিশীথকে তীব্র আক্রমণ মমতার

Apr 4, 2024 @ 1:26 pm
Mamata: দেশের কলঙ্ক! প্রতিদিন গুণ্ডামি করে! নাম না করে নিশীথকে তীব্র আক্রমণ মমতার

কোচবিহারের জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের নাম না করে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মমতা বলেন, “এখানে যে বিজেপি প্রার্থী, এক সময়ে তৃণমূলের আপদ ছিল। আর আজ সেই বিজেপির সম্পদ হয়েছে। ২০/৩০টা গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়, আর গুণ্ডামি করে। কয়েক দিন আগেই আমাদের উদয়নের গাড়িতেও আক্রমণ করেছিল। ওর বিরুদ্ধে প্রচুর মামলা দায়ের রয়েছে। সে নাকি দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী! দেশের কলঙ্ক! গণতন্ত্রের কলঙ্ক! আর আমাদের প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়া হিরের টুকরো ছেলে। দয়া করে ওঁকেই ভোটটা দেবেন।”

Related Articles