আজ থেকেই বাংলায় শুরু হয়ে গেল লোকসভা নির্বাচনের ভোটদান পর্ব! শুক্রবার তিন জেলায় বাড়িতে বসেই ভোট দিতে পারছেন নাগরিকরা। তবে সবার জন্য নয়, নির্দিষ্ট কিছু সংখ্যক ভোটারই এই সুবিধা পাচ্ছেন। প্রসঙ্গত, এবারই প্রথম জাতীয় নির্বাচন কমিশন ‘হোম ভোটিং’ প্রক্রিয়া শুরু করল।
জানা যাচ্ছে, ৮৫ বছরের ঊর্ধ্বের প্রবীণরা, ৪০ শতাংশের বেশি প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তিরা ও রেল, পুলিশ, দমকলের মতো ১৪টি জরুরি পরিষেবার সঙ্গে যুক্তরা এই ‘হোম ভোটিং’য়ের সুবিধা পাচ্ছেন। প্রথম দফায় কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে এই ভোটদান প্রক্রিয়া শুরু হল আজ থেকে। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ভোট কর্মীরা এই প্রক্রিয়া চালাচ্ছেন।