ময়নার বিজেপি বুথ সভাপতিকে অপহরণ করে খুনের মামলায় এবার এনআইএ তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এমনকী আদালতের নির্দেশ কার্যকরী না করায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকেরও সমালোচনা করলেন বিচারপতি।
এদিন কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে ১৫ দিনের মধ্যে এই মামলার তদন্তের ভর এনআইএকে গ্রহণ করতে হবে। ২৪ এপ্রিলের মধ্যে রায় কার্যকরী করার রিপোর্ট পেশ করতে হবে আদালতে। কলকাতা হাইকোর্টের বিচারপতি মন্তব্য করেন, আদলতের রায় কার্যকরী করার ক্ষেত্রে তৎপরতা দেখায়নি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, এটা দুর্ভাগ্যজনক।