ভোট প্রচারে সন্দেশখালি কাণ্ডে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে লাগাতার আক্রমণ শানাচ্ছে বিরোধীরা। এই পরিস্থিতিতে শুক্রবার আলিপুরদুয়ারে ভোট প্রচারের মঞ্চ থেকে পাল্টা বিরোধীদের নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন তিনি বলেন, “সন্দেশখালি সিঙ্গুর-নন্দীগ্রাম নয়। একটা ঘটনা ঘটে গিয়েছে। কিন্তু ওখানে কেউ মারা যাননি।” রাজনৈতিক মহলের একাংশের মতে, সন্দেশখালি কাণ্ডে বিরোধীদের প্রচারকে ভোঁতা করতেই সিঙ্গুর-নন্দীগ্রামের কথা মনে করিয়ে দিয়ে পাল্টা যুক্তি হাজির করলেন মমতা।