এনআইএ বা জাতীয় তদন্তকারী সংস্থার উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে বৈঠক করেছেন বিজেপি নেতা! শুক্রবার জলপাইগুড়ির জনসভা থেকে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী এই বিষয়ে নির্বাচন কমিশনে নালিশও জানিয়েছে দল।
এদিন মমতা বলেন, “কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে ভোটে জিততে চাইছে বিজেপি। এনআইএ’র এসপির সঙ্গে বৈঠক করেছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। আমাদের কাছে নথি আছে। অভিযোগ জানানো হয়েছে।”