বামেদের সঙ্গে জোট ভেঙে দিয়ে ডায়মন্ড হারবারে নিজে লড়াই করা থেকে সরে এসেছেন আইএসএফ নেতা তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। জোট ভাঙার দায় চাপিয়েছেন বামেদের ওপরেই। এই পরিস্থিতিতে লাইয়ের মুরোদ নেই বলে নওশাদকে তীব্র কটাক্ষ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
শুক্রবার এপ্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সেলিম বলেন, “আমি’তো লড়াইয়ের ময়দানে রয়েছি। সবার মুরোদ হয় না শেষপর্যন্ত লড়াইয়ে থাকার। কেউ কেউ বিজেপির বিরুদ্ধে কথা বলছে, আর কেউ কেউ সিপিএমের বিরুদ্ধে কথা বলছে। এর থেকেই বুঝে নিতে হবে কে কার পক্ষে রয়েছে।”