আসন্ন লোকসভা ভোটে হাইভোল্টেজ প্রচারের উত্তাপ ক্রমেই বাড়ছে। একদিকে বাংলায় বিজেপির সমর্থনে বারবার বাংলায় প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে, ইতিমধ্যেই প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যক্তি কুৎসাকে দূরে রেখে মূলত বাংলায় রাজ্য সরকারের উন্নয়ন কর্মযজ্ঞই হাতিয়ার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শাসকদলের নেতা-কর্মীদেরও তেমনই নির্দেশ দিয়েছেন তিনি। সেই ইস্যুতেই এবার রাজ্যে “দিদির গ্যারান্টি”র কথা বললেন মমতা। পাল্টা “মোদির গ্যারান্টি”ও চাইলেন।
শনিবার দক্ষিণ দিনাজপুরের তপনের পর উত্তর দিনাজপুরের হেমতাবাদে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান তৃণমূল সুপ্রিমো বলেন, ”আগে গ্যারান্টি দাও দেশ বেচবে না, দেশ বাঁচাবে।” আরও উসকে দিলেন ‘মোদি গ্যারান্টি’ বনাম ‘দিদি গ্যারান্টি’।
এদিন দুপুরে রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে তিনি বলেন, ”মোদির গ্যারান্টি মোদির ছবি। আর রাজ্য সরকারের গ্যারান্টি, আমি নই, আমি সামান্য এক মানুষ। রাজ্য সরকারের গ্যারান্টি মা-মাটি-মানুষ। গ্যারান্টি লক্ষ্মীর ভাণ্ডার, গ্যারান্টি বার্ধক্যভাতা। আর মোদি? আগে গ্যারান্টি দাও দেশ বেচবে না, দেশ বাঁচাবে। দেশ বাঁচানো সরকারের কাজ। কিন্তু এই সরকার সমস্ত বেচে দিচ্ছে। তার আবার গ্যারান্টি!”
উল্লেখ্য, সম্প্রতি উত্তরবঙ্গে বিজেপির প্রচার সভায় প্রধানমন্ত্রী “মোদির গ্যারান্টি” স্লোগান তুলেছেন। বলেছেন, “আগামী পাঁচ বছরে সমস্ত দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেব। জনগণের টাকা যাঁরা লুট করেছেন, তাঁদের সাজা দেবই। এটা মোদির গ্যারান্টি।” তারই পাল্টা এবার “দিদির গ্যারান্টি” স্লোগানে সুর চড়ালেন মমতা।
