বড়সড় বিপত্তি খাস কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায়। বাজ পড়ে ভাঙল বহুতলের একাংশ। শপিং মল ও মাল্টিপ্লেক্সের ওই বহুতলের পিলার ভেঙে পড়েছে। সেখান থেকে পাথর ছিটকে গিয়ে পড়েছে রাস্তায়। অল্পের জন্য রক্ষা পেলেও আতঙ্ক কাটেনি পথচারীদের। রবিবার, ছুটির দিন হওয়ায় খুব বেশি মানুষ সেখানে ছিলেন না। ফলে বড়সড় ক্ষতি এড়ানো গিয়েছে।
বেলা তখন প্রায় ১ টা। আচমকাই বজ্রপাতের তীব্র শব্দে কেঁপে ওঠে ধর্মতলা চত্বর। কেউ কিছু বুঝে ওঠার আগেই ধর্মতলার একটি মলের পাশ থেকে পিলার ভেঙে প্রায় ১০০ মিটার দূরে ছিটকে পড়ে পাথর। বজ্রপাতের ফলে ওই বহুতলের দেওয়ালে ফাটলও ধরেছে। মলের কর্মীরাও ভয় পেয়ে বাইরে বেরিয়ে আসেন। পথচলতি মানুষ দৌড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নেন। তখন ঝমঝমিয়ে বৃষ্টি। নিমেষে কলকাতার ব্যস্ত রাস্তা শুনশান হয়ে যায়।
জানা গিয়েছে, বহুতলের উপরে সিমেন্টের গার্ড দেওয়া যে পিলার ছিল, সেটাও ভেঙে পড়েছে। পরিস্থিতি সামলে ওঠার পর দ্রুত পিলার মেরামতের কাজ শুরু হয়।