Sambad Samakal

NIA: বিজেপির ষড়যন্ত্রেই এনআইএ অভিযান! বিস্ফোরক কী অভিযোগে সুপ্রিম কোর্টে তৃণমূল?

Apr 7, 2024 @ 2:05 pm
NIA: বিজেপির ষড়যন্ত্রেই এনআইএ অভিযান! বিস্ফোরক কী অভিযোগে সুপ্রিম কোর্টে তৃণমূল?

বিজেপির ‘বাংলা বিরোধী’ ষড়যন্ত্রেই ভূপতিনগরে এনআইএ অভিযান! রবিবার সাংবাদিক বৈঠক করে এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ ও রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁরা জানিয়েছেন, এই অভিযোগকে সামনে রেখে দেশের সর্বোচ্চ আদালতেরও দারস্থ হতে চলেছে তৃণমূল।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বলেন, “২৬ মার্চ ভূপতিনগরে এনআইএ বাংলা বিরোধী ষড়যন্ত্র করেছিল। মূল চক্রান্তকারী ছিলেন আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। ২৬ মার্চ এনআইএ’র এসপি ধনরাম সিংয়ের সঙ্গে দীর্ঘ বৈঠক হয় জিতেন্দ্রর। সেখানেই বলে দেওয়া হয় যে, তৃণমূলের কোন কোন নেতার বাড়িতে অভিযান চালাতে হবে, কাদের গ্রেফতার করতে হবে।”
তৃণমূলের তরফে এদিন এই সংক্রান্ত একটি তালিকাও প্রকাশ্যে আনা হয়েছে। সমস্ত তথ্য-প্রমাণ নিয়ে সোমবারই সুপ্রিমকোর্টের দারস্থ হতে চলেছে বাংলার শাসক দল। প্রসঙ্গত, আগেই ভোট প্রচার থেকে এনআইএ’র সঙ্গে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির গোপন বৈঠক সংক্রান্ত অভিযোগ তুলেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তথ্য-প্রমাণ তুলে ধরল দল। রাজনৈতিক মহলের একাংশের মতে, ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা ইস্যুতে এবার পাল্টা চাপ তৈরির কৌশলই অবলম্বন করতে চলেছে তৃণমূল কংগ্রেস।

Related Articles