টানা ভ্যাপসা গরম কাটল রবিবার সকালের বৃষ্টিতে। সাত সকালেই জেলায়-জেলায় ঝড়-বৃষ্টি শুরু হয়। তবে বজ্রপাতে মৃত্যু হয়েছে দু’জনের। হুগলির তারকেশ্বরের পিয়াসাড়া এবং গাইঘাটা থানার বর্ণবেড়িয়া এলাকায় এই দুই মৃত্যুর ঘটনা ঘটে।
মৃতদের নাম লক্ষ্মণ মালিক(২৬) ও নেপাল হালদার (৩৮)। এদিন ভোরে পিয়াসাড়ায় জমিতে চাষ করছিলেন লক্ষ্মণ। আকাশ কালো হয়ে আসতেই বাড়ি ফেরার পথ ধরেন। পথেই ঝড়বৃষ্টি শুরু হয়। বজ্রপাতও হচ্ছিল। তাতেই আহত হয়ে লুটিয়ে পড়েন ওই যুবক। স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, গাইঘাটা থানার বর্ণবেড়িয়া এলাকায় জমিতে চাষের কাজ করছিলেন নেপাল। বাজ পড়ে মৃত্যু হয় তাঁর।