লোকসভা ভোটের আগে দুর্নীতি ইস্যুতে রাজ্যের শাসক দল তৃণমূলকে চাপে ফেলতে উঠেপড়ে লেগেছে বিজেপি সহ বিরোধীরা। এই পরিস্থিতিতে দুর্নীতির সমস্ত অভিযোগকে মিথ্যে কথা বলে মন্তব্য করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঁকুড়ার জনসভা থেকে দুর্নীতি প্রমাণের জন্য কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিজেপিকে!
এদিন মমতা বলেন, “একশো দিনের কাজে টাকা বন্ধ করে দিয়েছে। আর দুর্নীতি নিয়ে মিথ্যে অভিযোগ করছে। কোথায় দুর্নীতি প্রমাণ করে দেখাও! মুখে বললেই হয়ো গেল! চোরেদের সম্রাট, গুণ্ডাদের সম্রাট! কেন তোমার উত্তরপ্রদেশ থেকে, রাজস্থান থেকে টাকা খেতে খেতে গরুগুলো আসে! আমরা চাই না বাংলায় আসুন। কিন্তু এটা দেখা’তো বিএসএফের কাজ! কেন্দ্রীয় সরকারের অধীনে। কয়লা কার অধীনে? কেন্দ্রীয় সরকারের অধীনে। নিজেরা সামলাতে পারো না, জুমলার সরকার!”