Sambad Samakal

Matua Thakurbari: কার দখলে বড়মা’র ঘর! শান্তনু-মমতা দ্বন্দ্বে উত্তপ্ত ঠাকুরবাড়ি

Apr 8, 2024 @ 6:00 pm
Matua Thakurbari: কার দখলে বড়মা’র ঘর! শান্তনু-মমতা দ্বন্দ্বে উত্তপ্ত ঠাকুরবাড়ি

কার দখলে থাকবে মতুয়া বড়মা বীণাপানি দেবীর ঘর, এই দ্বন্দ্ব উত্তপ্ত ঠাকুরনগরের ঠাকুরবাড়ি! রবিবারের পর সোমবার দুপুরেও যুযুধান শান্তনু ঠাকুর ও মমতাবালা ঠাকুরের সমর্থনরা মুখোমুখি চলে আসেন। স্লোগান, পাল্টা স্লোগান চলতে পারে।

উত্তেজনা প্রশমনে নামানো হয় র‍্যাফের বিশাল বাহিনী। গাইঘাটা থানার পুলিশ উপস্থিত হয়ে বড়মার ঘরের তালা খুলে দেয়। ঘর থেকে নিজের প্রয়োজনীয় নথি সংগ্রহ করেন মমতাবালা ঠাকুর। সাময়িকভাবে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও চাপা উত্তেজনা রয়েছে। বসানো হয়েছে পুলিশ পিকেটও।

Related Articles