এনআরসি’র নামে মুসলমানদের ওপর অত্যাচার! উড়িয়ে দেওয়া হবে ঠাকুরবাড়ি! সোমবার সকালে জঙ্গি সংগঠন ‘লস্কর-ই-তৈবা’র নামে হুমকি চিঠি এল বিজেপি সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী তথা মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুরের কাছে। স্পিড পোস্টে বাংলায় লেখা ওই চিঠিটি এসেছে ঠাকুরবাড়িতে।
শান্তনু ঠাকুরকে উদ্দেশ্য করে চিঠিতে লেখা হয়েছে, “পশ্চিমবঙ্গে এনআরসি হলে ও তার ফলে মুসলমানদের ওপর অত্যাচার হলে গোটা ভারতবর্ষে আগুন জ্বলবে। আপনাদের ঠাকুরবাড়িও উড়িয়ে দেওয়া হবে। ঠাকুরবাড়ির কেউ বাঁচতে পারবে না।”
চিঠির শেষ লেখা হয়েছে, “আমরা লস্কর-ই-তৈবার সদস্য।”
কে বা কারা এই ধরনের হুমকি চিঠি পাঠাল, তা ইতিমধ্যেই খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। মতুয়া ঠাকুরবাড়ি সহ আশেপাশের এলাকায় পুলিশও নজরদারি ও নিরাপত্তাও বাড়ানো হয়েছে।