ভোট প্রচারে বারবার বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও বর্ধমান-দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষ। এবার ভোটের আগে পুলওয়ামা-বালাকোটের মত সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি দিলেন তিনি!
সোমবার সকালে প্রাতঃভ্রমণের সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, “যারা রাষ্ট্রবিরোধী, তারা বোমা-বন্দুক বানাচ্ছে। ওদের সঙ্গে বিদেশিদেরও হাত আছে। তাদের সবার ঘরে ঘরে যখন খুশি এনআইএ যাবে। পুলওয়ামা-বালাকোটের থেকেও বড় সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে।”