Sambad Samakal

TMC on NIA: এনআইএ ইস্যুতে নির্বাচন কমিশনে তৃণমূলের ধরনায় হামলা দিল্লি পুলিশের?

Apr 8, 2024 @ 6:35 pm
TMC on NIA: এনআইএ ইস্যুতে নির্বাচন কমিশনে তৃণমূলের ধরনায় হামলা দিল্লি পুলিশের?

বাংলায় রাজনৈতিক উদ্দেশে এনআইএ সহ কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তা নিয়ে বারবার সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে ইডি, সিবিআই, আয়কর বিভাগ ও এনআইএ’র প্রধানদের অপসারণের দাবি নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের দারস্থ হয়েছিল তৃণমূলের দশ সদস্যের প্রতিনিধি দল। এরপরেই নির্বাচন সদনের বাইরে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ থেকে তৃণমূল সাংসদ দোলা সেন, শান্তনু সেন, সাগরিকা ঘোষ, ডেরেক ও’ব্রায়েন, অর্পিতা ঘোষ সহ দশ জনকে টেনেহিঁচড়ে তুলে নিয়ে গেল দিল্লি পুলিশ।

জানা যাচ্ছে, দিল্লিতে নির্বাচন সদনের সামনে ইডি, সিবিআই, এনআইএ, আয়কর বিভাগের প্রধানদের অপসারণের দাবিতে চব্বিশ ঘণ্টা ধর্ণার কর্মসূচী ছিল তৃণমূলের। আর তা শুরুর মাত্র ১৫ মিনিটের মধ্যেই আন্দোলনকারীদের সরিয়ে দিল দিল্লি পুলিশ।

প্রসঙ্গত, এদিন জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে লিখিত আকারে নিজেদের দাবি জানিয়েছেন তৃণমূলের প্রতিনিধিরা। তাদের দাবি, বিজেপির ইশারায় রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে বাংলায় তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের নিশানা করছে কেন্দ্রীয় এজেন্সি। ভোটের আদর্শ আচরণ বিধি লাগু থাকার পরেও ভূপতিনগর সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে তলব, তল্লাশি অভিযান চলছে। এই পরিস্থিতিতে দ্রুত চার কেন্দ্রীয় এজেন্সির প্রধানদের অপসারণ করে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করুক নির্বাচন কমিশন।

Related Articles