Sambad Samakal

Dilip Ghosh: লাঠি হাতে প্রাতঃভ্রমণে দিলীপ! বিক্ষোভের মুখে পড়ে পাল্টা দাওয়াই!

Apr 9, 2024 @ 11:11 am
Dilip Ghosh: লাঠি হাতে প্রাতঃভ্রমণে দিলীপ! বিক্ষোভের মুখে পড়ে পাল্টা দাওয়াই!

সোমবারই চা-চক্রে যোগ দিতে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েছিলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। আর তারপরেই মঙ্গলবার সকালে লাঠি হাতে প্রাতঃভ্রমণ করতে দেখা গেল তাঁকে। যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

জানা যাচ্ছে, এদিন সকালে দুর্গাপুরের একটি পার্কে প্রাতঃভ্রমণে যান দিলীপ ঘোষ। সেই সময়েই তাঁর হাতে ছিল একটি ছোট লাঠি। কেন লাঠি হাতে বেরিয়েছেন? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ জানান, “আমরা আইনকে সম্মান করি। কখনওই আইন হাতে তুলে নিই না। তবে যারা আইন মানে না তাদের জন্য এই লাঠি আছে।”

Related Articles