উত্তরবঙ্গের জলপাইগুড়িতে প্রাকৃতিক বিপর্যয়ে দুর্গতদের বাড়ি তৈরিতে ‘না’ করে দিল জাতীয় নির্বাচন কমিশন। বুধবার রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করে বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তাঁর অভিযোগ, অসমে বিহু উৎসব উপলক্ষে অর্থ প্রদানের অনুমতি দিলেও বাংলায় দুর্গতদের বাড়ি বানানোর অনুমতি দেয়নি কমিশন। তবে শুধুমাত্র বাড়ি মেরামতির জন্য কিছু অর্থ বরাদ্দ করার অনুমতি দেওয়া হয়েছে।
রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে এই বিষয়ে অভিযোগও জানান অভিষেক সহ তৃণমূলের প্রতিনিধি দল। ‘বাংলাবিরোধী’ বলেও আখ্যাও দেন নির্বাচন কমিশনকে। জানা যাচ্ছে, আগামী পরশু জলপাইগুড়ি গিয়ে দুর্গতদের সঙ্গে দেখা করার কথা রয়েছে অভিষেকের।