আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়ে তিহাড় জেলে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি হাইকোর্টে ধাক্কা খাওয়ার পরে এবার দেশের সর্বোচ্চ আদালতের দারস্থ হলেন তিনি।
জানা যাচ্ছে, সুপ্রিমকোর্টে চলতি সপ্তাহেই মামলার শুনানি হতে চলেছে। কেজরিওয়ালের দাবি, বেআইনিভাবে তাঁকে গ্রেফতার করে আটকে রাখা হয়েছে।