Sambad Samakal

CPIM: বরানগরে সায়ন্তিকা-সজলের বিরুদ্ধে বাম প্রার্থী কে?

Apr 10, 2024 @ 6:53 pm
CPIM: বরানগরে সায়ন্তিকা-সজলের বিরুদ্ধে বাম প্রার্থী কে?

লোকসভা ভোটের সঙ্গেই উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বরানগরে। তৃণমূলত্যাগী তাপস রায়ের ছেড়ে যাওয়া আসনে এবার বাম প্রার্থীর নাম ঘোষিত হল। বুধবার সন্ধ্যেয় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানালেন, বরানগরে বামেদের হয়ে লড়বেন উত্তর চব্বিশ পরগনার বর্ষীয়ান নেতা তন্ময় ভট্টাচার্য।

সুবক্তা হিসেবে পরিচিত বাম নেতা তন্ময় ভট্টাচার্য আগে উত্তর দমদম বিধানসভা থেকে নির্বাচিত বাম বিধায়ক ছিলেন। এবার আসন পাল্টে বরানগরের ময়দানে নামতে চলেছেন তিনি। প্রসঙ্গত, এই আসনে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জী ও বিজেপির তরফে কলকাতা পুরসভার কাউন্সিলর সজল ঘোষ।

Related Articles