Sambad Samakal

Matua: লোকসভা ভোটে তিন আসনে প্রার্থী দিচ্ছে মতুয়াদের সংগঠন, চাপ বাড়ল বিজেপির!

Apr 10, 2024 @ 5:30 pm
Matua: লোকসভা ভোটে তিন আসনে প্রার্থী দিচ্ছে মতুয়াদের সংগঠন, চাপ বাড়ল বিজেপির!

আসন্ন লোকসভা ভোটে বাংলায় তিন আসনে প্রার্থী দিচ্ছে মতুয়াদের সংগঠন! বুধবার সাংবাদিক সম্মেলন করে এমনই ঘোষণা করল, ‘শান্তিহরি মতুয়া ফাউন্ডেশন’। বনগাঁ, কৃষ্ণনগর ও বারাসাত আসনে প্রার্থী দিতে চলেছে তারা।

রাজনৈতিক মহলের একাংশের মতে, ওই তিন লোকসভা আসনে মতুয়া সম্প্রদায়ভুক্ত মানুষের সংখ্যা যথেষ্ট পরিমাণে রয়েছে। বর্তমানে সিএএ বিতর্কে একাংশের মতুয়ারা বিজেপির ওপর রীতিমতো ক্ষুব্ধ। ফলে সেই ভোট মতুয়া সংগঠনের প্রার্থীদের দিকে গেলে যথেষ্ট বেগ পেতে হতে পারে বিজেপিকে, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

Related Articles