এবছরও বিশ্বভারতীতে দোলের দিন বসন্ত উৎসব পালিত হয়নি। প্রথা ভেঙে বুধবার ১০ এপ্রিল বসন্ত উৎসব পালিত হল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। এদিন ভোরে গৌরপ্রাঙ্গনে শেভাযাত্রা, নৃত্য, গানের মাধ্যমে বসন্তের আবাহন করা হয়।
প্রসঙ্গত, মঙ্গলবার থেকেই শুরু হয়েছিল উদযাপন। সন্ধ্যায় বৈতলিক ও শাস্ত্রীয় অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছিল উদযাপন। এদিনের অনুষ্ঠানে অংশ নেন বিশ্বভারতীর পড়ুয়া, অধ্যাপক ও আশ্রমিকরাও।