Sambad Samakal

Firhad Hakim: সিবিআইয়ের সঙ্গে ট্রাফিক পুলিশের তুলনা! কী দাবি ফিরহাদের?

Apr 11, 2024 @ 2:57 pm
Firhad Hakim: সিবিআইয়ের সঙ্গে ট্রাফিক পুলিশের তুলনা! কী দাবি ফিরহাদের?

কেন্দ্রীয় এজেন্সি সিবিআইয়ের সঙ্গে ট্রাফিক পুলিশের তুলনা! ইদের সকালে ফের তোপ দাগলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

এদিন ইদের নমাজের পরে চেতলার মসজিদের বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ফিরহাদ বলেন, “সিবিআইয়ের এখনও আর কোনও অস্তিত্ব নেই। ওই জুজু দিয়ে একবার মানুষকে ভয় দেখানো যায়। এখন বিজেপি সিবিআইয়ের যে অবস্থা করেছে, তাতে ট্রাফিক পুলিশকে যেমন কেউ ভয় পায় না, তেমনই সিবিআইকেও আরও কেউ ভয় পায় না।”

Related Articles