বৃহস্পতিবার সকাল থেকেই আংশিক মেঘলা শহর কলকাতার আকাশ। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রার পারদ খানিকটা চড়লেও তুলনামূলক ভাবে অস্বস্তিকর গরমের অনুভূতি কিছুটা কম থাকবে। সকালের দিকে রোদের তেজের তীব্রতা থাকলেও, সন্ধ্যের পরে আবহাওয়া অনেকটা স্বস্তিদায়ক হবে। গাঙ্গেয় উপকূল সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বজ্র-বিদ্যুৎ সহ দু-এক পশলা ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৮৪ শতাংশ।