প্রাণ থাকতে বাংলায় এনআরসি-সিএএ নয়! বৃহস্পতিবার সকালে কলকাতার রেড রোডে ইদের নমাজের জমায়েত থেকে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী তোপ দাগলেন এজেন্সি রাজের বিরুদ্ধেও। তাঁর সঙ্গেই মঞ্চে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
এদিন মমতা বলেন, “এজেন্সিকে ভয় পাই না। প্রাণ থাকতে বাংলায় এনআরসি-সিএএ হতে দেব না। আমি মৃত্যুকে ভয় পাই না। মৃত্যু আমাকে ভয় পায়।”
প্রসঙ্গত, আজ রমজান মাস শেষে ভারতে খুশির ইদ। প্রতিবছরই কলকাতার রেড রোডে জমায়েত হয়ে নমাজ পড়েন হাজার হাজার ধর্মপ্রাণ মুসলিম মানুষ। সেখানেই ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই প্রতিবছর হাজির হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।