ফের উত্তপ্ত সন্দেশখালি! বৃহস্পতিবার ইদের দিনেই বিজেপি কর্মীর ভেড়ির আলাঘরে আগুন ধরিয়ে দিল কিছু অজ্ঞাতপরিচয় দুষ্কৃতি। জানা যাচ্ছে, এদিন দুপুরে সন্দেশখালিত খুলনা এলাকার বিজেপি কর্মী সুব্রত মণ্ডলের ভেড়ির পাশে থাকা ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়।
এই ঘটনায় বিজেপি কর্মীর অভিযোগের তীর এলাকার তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। সুব্রত মণ্ডলের দাবি, তৃণমূলের অপকীর্তির প্রতিবাদ করাতেই এই ঘটনা ঘটানো হয়েছে।