সিবিআই-ইডির তদন্ত হলে ভালো হবে! বলছেন সন্দেশখালির ধৃত তৃণমূল নেতা শেখ শাহজাহান! বৃহস্পতিবার ইডি হেফাজতে স্বাস্থ্য পরীক্ষার জন্য যাওয়ার সময়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কার্যত ভেলবদল করে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি।
প্রসঙ্গত, গতকালই সন্দেশখালির সমস্ত মামলার তদন্তের ভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই বিষয়েই এদিন স্বাস্থ্য পরীক্ষার জন্য যাওয়ার সময়ে শাহজাহানের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দেন সাংবাদিকরা। উত্তরে শাহজাহান বলেন, “সিবিআই তদন্ত হলে খুব ভালো হবে। ইডি তদন্ত হলে সবথেকে ভালো হবে।”