পাখির চোখ পারব মেদিনীপুরের তমলুক লোকসভা আসন। ভোটের একমাস আগে থেকেই তাই এই কেন্দ্রে প্রচারে নামতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই কেন্দ্রে ভোট আগামী ২৫ মে। সূত্রের খবর, তার একমাস আগে, ২৫ এপ্রিল তমলুকের মহিষাদিলে নির্বাচনী জনসভা করতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবারের লোকসভা নির্বাচনে তমলুক অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিপক্ষে তৃণমূলের তরুণ তুর্কি প্রার্থী দেবাংশু ভট্টাচার্য।
