কাঁথি থেকে এনআইএ-র জালে শুক্রবার বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণ কাণ্ডের দুই চক্রীর গ্রেফতারি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকালেই এই ঘটনায় বাংলার শাসকদলের বিরুদ্ধে তোপ দেগেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর নাম না করে কাঁথির অধিকারী পরিবারের বিরুদ্ধে দুষ্কৃতীদের আশ্রয় দেওয়ার অভিযোগ তুলেছিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। তদন্তও দাবি করেন তিনি। এবার কোচবিহারের দিনহাটায় নির্বাচনী জনসভা থেকে এই ঘটনায় প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী। নাম না করেই তিনি কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। মমতা বলেন, “ওদের একটা ছেলে আছে, আমরা ফোড়নবাজ বলি, বেশি ফোড়ন কাটে।” এরপরই মুখ্যমন্ত্রী বলেন, কাঁথিতে লুকিয়ে ছিল।লোকগুলো কর্নাটকের। দু’ঘণ্টার মধ্যে ধরিয়ে দিয়েছে আমাদের পুলিশ। সেখানে বলছে বাংলা সেফ নয়! তোদের গুজরাট, উত্তরপ্রদেশ সেফ?”
editor