কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রমাণিকের বিরুদ্ধে “গুন্ডাগিরি”র অভিযোগ আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও কোচবিহার আসনে বিজেপি প্রার্থী নিশীথ। তাঁর বিপক্ষে তৃণমূল প্রার্থী করেছে জগদীশ বসুনিয়াকে। দলীয় প্রার্থীর সমর্থনে দিনহাটার সভা থেকেই নিশীথের বিরুদ্ধে তোপ দাগেন মমতা। বলেন, “আমরা একটা প্রার্থী দিয়েছি। ভদ্রলোক। আর বিজেপির প্রার্থী একজন গুন্ডা। মা-বোনেদের সম্মানহানি করে, এনআইএকে দিয়ে মা-বোনেদের অসম্মান করে, সিবিআইকে দিয়ে মানুষকে হেনস্তা করে, সংখ্যালঘু-রাজবংশীদের ভয় দেখায়। আর কোটি কোটি টাকার ডিল করে।” তৃণমূল সুপ্রিমোর হুঁশিয়ারি “খবর আমিও রাখি। দানব দস্যু, কত কেস আছে তাঁর বিরুদ্ধে, বিএসএফ, স্থানীয় পুলিশের একাংশ আর চোরাকারবারিদের একাংশের সঙ্গে সম্পর্ক রেখে এলাকার মানুষকে ভয় দেখাচ্ছে।” একইসঙ্গে নিশীথ প্রামাণিকের সঙ্গে গোপন আঁতাত রাখায় অভিযুক্ত পুলিশ আধিকারিকদের সতর্কও করেন মুখ্যমন্ত্রী।