তৃণমূল জিতলেই আবাস যোজনার ঘর! এমনকী ঘোষণা হয়ে গেল ডেডলাইনও! শনিবার কোচবিহারে তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বাসুনিয়ার সমর্থনে রোড-শো করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রোড-শো শেষে জনগণকে বার্তাও দেন তিনি।
এদিন অভিষেক জানান, তৃণমূল কংগ্রেসকে জেতালে ডিসেম্বর মাসের মধ্যেই আবাস যোজনার ঘর পাইয়ে দেবে রাজ্য সরকার।
অন্যদিকে, কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককেও এক হাত নেন অভিষেক। ২০১৯ সালের লোকসভা ভোটে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ঘটনার উল্লেখ করে তিনি আবেদন করেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে তৃণমূলকে ভোট দিন।