Sambad Samakal

ED: জ্যোতিপ্রিয়-বাকিবুরের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত! বিদেশে পাচার টাকা! কী দাবি ইডির?

Apr 13, 2024 @ 10:54 am
ED: জ্যোতিপ্রিয়-বাকিবুরের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত! বিদেশে পাচার টাকা! কী দাবি ইডির?

রেশন দুর্নীতি মামলায় জেলবন্দি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেক ও বোলপুরের বাড়ি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একইসঙ্গে আরও এক ধৃত বাকিবুর রহমানের ২টি হোটেলও বাজেয়াপ্ত করা হয়েছে ইডির তরফে।

ইডি সূত্রে খবর, হাওয়ালার মাধ্যমে বিপুল পরিমাণে নগদ টাকা দুবাইয়ে পাচার হয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিক ও বাকিবুর রহমান, দু’জনেই এই ঘটনার সঙ্গে যুক্ত। এছাড়াও রেশন দুর্নীতির বিপুল কালো টাকা কোথায় কোথায় বিনিয়োগ করা হয়েছে, সেই বিষয়ে তদন্ত চালাচ্ছেন ইডির আধিকারিকরা।

Related Articles