প্রাক্তন বিচারপতি বনাম বঞ্চিত চাকরিপ্রার্থী! লোকসভা ভোটে কার্যত এমনই লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছে তমলুক। শনিবার মোট তিনটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে নওশাদ সিদ্দিকির আইএসএফ। আর তাতেই দেখা যাচ্ছে তমলুক থেকে প্রতিদ্বন্দিতা করতে চলেছেন মাহিউদ্দিন আহমেদ ওরফে মাহি।
প্রসঙ্গত, বঞ্চিত চাকরিপ্রার্থীদের অন্দোলনের অন্যতম মুখ হলেন এই মাহি। দীর্ঘদিন ধরে রাজপথে ও আদালতে চাকরির দাবিতে লড়াইয়ে নেতৃত্ব দিতে দেখা গিয়েছে তাঁকে। এবার বিজেপির প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধেই লড়তে চলেছেন তিনি। রাজনৈতিক মহলের একাংশের মতে, বিচারপতির পদে থাকাকালীন চাকরিপ্রার্থীদের কাছে কার্যত ‘ভগবান’ হিসেবে উপস্থিত হয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আর চাকরি ছেড়ে ভোট ময়দানে নেমে সেই বঞ্চিত চাকরিপ্রার্থীদের প্রতিনিধির সঙ্গেই লড়তে চলেছেন তিনি।