ভূপতিনগর কাণ্ডে জেলা পুলিশকে হামলার ঘটনার ভিডিও ফুটেজ পাঠাল এনআইএ। জানা যাচ্ছে, ভিডিও ফুটেজ পাঠিয়ে এনআইএ’র তদন্তকারীরা দাবি করেছেন, ওই দিন ঠিক কী ঘটেছিল, তা গোটাটাই রেকর্ড রয়েছে। ফলে ফুটেজ খতিয়ে দেখলেই পরিস্থিতি সম্পর্কে সবটা জানা সম্ভব।
অন্যদিকে, এনআইএ’র গাড়ির ওপর হামলার ঘটনায় পুলিশের তরফ থেকে ফরেনসিক পরীক্ষার জন্য গাড়িটি চেয়ে পাঠানো হয়েছিল। সেই প্রেক্ষিতে এনআইএ’র দাবি, যেহেতু গাড়িটির সামনের কাঁচ ভেঙে গিয়েছে, তাই তা নিয়ে যাওয়া সম্ভব নয়। প্রয়োজনে এনআইএ দফতরে এসে ফরেনসিক আধিকারিকরা গাড়িটি পরীক্ষা করতে পারেন।