বৈশাখের শুরুতেই ফের তীব্র গরমের অনুভূতি দক্ষিণবঙ্গ জুড়ে। সোমবার আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ফের তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে চলতি সপ্তাহে। তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে উঠতে পারে। ফলে আম জনতাকে সকাল ১১টা থেকে বিকেল ৪টের মধ্যে তীব্র রোদে কাজ থেকে বিরত থাকতে আবেদন করা হয়েছে।
অন্যদিকে, শহর কলকাতাতেও তাপমাত্রার পারদ চড়বে চলতি সপ্তাহে। দুপুরের দিকে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তীব্র রোদের সঙ্গে অতিরিক্ত আর্দ্রতা জনিত অস্বস্তি অব্যাহত থাকবে। শনিবার থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে। পশ্চিমি ঝঞ্জার প্রভাবে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হতে পারে।