ছুটতে চলেছে চালকহীন মেট্রো রেল! নয়া ইতিহাস গড়তে চলেছে শহর কলকাতায়। জানা যাচ্ছে, সোমবার থেকেই চালকহীন স্বয়ংক্রিয় মেট্রোরেলের চলাচল শুরু হতে চলেছে কলকাতার ইস্ট-ওয়েস্ট লাইনে। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত চালক ছাড়াই ছুটবে মেট্রো!
জানা যাচ্ছে, এর ফলে শিয়ালদহ-সেক্টর ফাইভ রুটে দু’টি মেট্রোর মধ্যে ব্যাবধান অন্তত ২/৩ মিনিট করে কমবে। এখন পর্যন্ত ২০ মিনিটের ব্যাবধানে পাওয়া যেত পরিষেবা। মেট্রো সূত্রে খবর, প্রথম প্রথম স্বয়ংক্রিয় ভাবে রেক চললেও, কেবিনে উপস্থিত থাকবেন চালকরা। তবে তাদের কোনও ভূমিকা থাকবে না। কলকাতার মানুষের কাছে এই স্বয়ংক্রিয় পরিষেবা কার্যত সম্পূর্ণ নতুন। পরে সাধারণ যাত্রীদের ভরসা তৈরি হলে কেবিনে চালক ছাড়াই ছুটবে মেট্রোরেল।