Sambad Samakal

Rahul Gandhi: অভিষেকের পরে রাহুল! ফের তল্লাশি হেলিকপ্টারে

Apr 15, 2024 @ 1:49 pm
Rahul Gandhi: অভিষেকের পরে রাহুল! ফের তল্লাশি হেলিকপ্টারে

অভিষেকের পরে রাহুল! ফের হেলিকপ্টারে তল্লাশি অভিযান! সোমবার তামিলনাড়ুর নীলগিরিতে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আর সেখানেই রাহুলের কপ্টারের তল্লাশি চালাল নির্বাচন কমিশনের ফ্লায়িং স্কোয়াড।

নীলগিরিতে রাহুল গান্ধী চপার থেকে নামার পরে পুলিশকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছন নির্বাচন কমিশনের আধিকারিকরা। গোটা কপ্টারের প্রতিটি কোনায় কোনায় তল্লাশি চালানো হয়। যদিও কোনও ধরনের আপত্তিকর সামগ্রী পাওয়া যায়নি।

Related Articles