Sambad Samakal

Suvendu: জলপাইগুড়ির দুর্গতদের সাহায্য নিয়ে মিথ্যাচার তৃণমূলের! কী দাবি শুভেন্দুর?

Apr 15, 2024 @ 12:45 pm
Suvendu: জলপাইগুড়ির দুর্গতদের সাহায্য নিয়ে মিথ্যাচার তৃণমূলের! কী দাবি শুভেন্দুর?

মার্চের শেষের দিকে আচমকা ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল জলপাইগুড়ি ও কোচবিহার জেলার একাংশ। ঝড়ে বিধ্বস্ত মানুষকে আর্থিক সাহায্য ও বাড়ি তৈরি করে দেওয়ার জন্য রাজ্য সরকারের আবেদনে সায় দেয়নি নির্বাচন কমিশন, এমনই অভিযোগ তুলেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সেই দাবিকেই নস্যাৎ করে তৃণমূলের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি চিঠি পোস্ট করেছেন শুভেন্দু। জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে লেখা সেই চিঠিতে দুর্গতদের আর্থিক সাহায্য করার অনুমতি দেওয়া হয়েছে। তবে এর ফলে কোনও রাজনৈতিক দলের যাতে ফায়দা না হয়, তা নিশ্চিত করার শর্ত দেওয়া হয়েছে।

ওই চিঠি প্রকাশ করে শুভেন্দু দাবি করেছেন, ৯ এপ্রিল নির্বাচন কমিশন আর্থিক সাহায্যের অনুমতি দিয়ে চিঠি দিলেও ১২ ও ১৩ তারিখ নির্বাচনী জনসভায় এই বিষয়ে মিথ্যে ভাষণ দিয়েছেন মমতা-অভিষেক। যদিও পাল্টা তৃণমূল শিবিরের দাবি, এই ধরনের কোনও চিঠি রাজ্যের কাছে এসে পৌঁছয়নি। কমিশনের তরফে এই চিঠি প্রকাশ না করে কেন শুভেন্দু তা প্রকাশ করছেন সেই প্রশ্নও তুলেছে রাজ্যের শাসক শিবির।

Related Articles