রাজভবনের ‘পিস রুম’ থেকেই উত্তরবঙ্গের তিন জেলার নির্বাচনে নজরদারি করছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুক্রবার সকালে কালীঘাট মন্দিরে পুজো দেন তিনি। এরপরে সরাসরি পৌঁছে ঢ়ান রাজভবনের পিস রুমে।
সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে একের পর এক অভিযোগ আসতে শুরু করেছে। অভিযোগ এলেই দ্রুত তা নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে রাজববনের তরফে। রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত করা কমিশনের কাজ। তাই যেকোনও অভিযোগ এলেই তা পাঠিয়ে দেওয়া হচ্ছে কমিশনের কাছে। রাজ্যপাল হিসেবে নিজের দায়িত্ব পালন করছেন তিনি।