Sambad Samakal

Coochbihar: ভোট মিটলেও অশান্ত কোচবিহার! আক্রান্ত ২ বিজেপি কর্মী

Apr 21, 2024 @ 10:59 am
Coochbihar: ভোট মিটলেও অশান্ত কোচবিহার! আক্রান্ত ২ বিজেপি কর্মী

শুক্রবার ভোট মেটার পরে ইতিমধ্যেই অতিক্রান্ত হয়েছে ৪৮ ঘণ্টা। তবে এখনও অশান্ত কোচবিহার! নাটাবাড়ি এলাকায় বিজেপির অঞ্চল আহ্বায়ক সুজিত দাসকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। এই মুহূর্তে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

অন্যদিকে, এদিন সকালে দিনহাটার সাহেবগঞ্জ এলাকায় বিজেপির এক সক্রিয় কর্মীর বাড়ির সামনে দুটি তাজা বোমা পড়ে থাকতে দেখা যায়। অভিযোগ ওই বিজেপি নেতাকে ভয় দেখাকেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা এই কাণ্ড ঘটিয়েছে। যদিও দুটি ক্ষেত্রেই যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন জেলা তৃণমূল নেতৃত্ব।

Related Articles