Sambad Samakal

Heat Wave: ভাঙল ৫০ বছরের রেকর্ড! গরমে নাজেহাল জনতা, কতদিন চলবে দাবদাহ?

Apr 21, 2024 @ 6:47 pm
Heat Wave: ভাঙল ৫০ বছরের রেকর্ড! গরমে নাজেহাল জনতা, কতদিন চলবে দাবদাহ?

তীব্র গরমের জেরে নাজেহাল বাংলার আম জনতা! আর এরমধ্যেই রবিবার ভাঙল ৫০ বছরের রেকর্ড! আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, একটানা ৪১ ডিগ্রি তাপমাত্রা বজায় থাকার ক্ষেত্রে ২০২৪ সালে কার্যত নয়া রেকর্ড তৈরি হল।

জানা যাচ্ছে, ১৯৮০ সালের এপ্রিল মাসে তাপমাত্রা ৪১ ডিগ্রি ছুঁয়েছিল। ২০২৩ সালের এপ্রিল মাসেও তাপমাত্রার পারদ ৪১ ডিগ্রি ছাড়িয়েছিল। তবে একটানা এতদিন ৪১ ডিগ্রির ওপরে তাপমাত্রা ৫০ বছরের ইতিহাসে কোনওদিন দেখেনি বাংলা। হাওয়া অফিসের মতে, আগামী সপ্তাহেও একই রকমের তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে।

Related Articles