Sambad Samakal

Abhishek: টার্গেট অভিষেক! মুম্বই থেকে গ্রেফতার মূল চক্রী! কী দাবি কলকাতা পুলিশের?

Apr 22, 2024 @ 3:21 pm
Abhishek: টার্গেট অভিষেক! মুম্বই থেকে গ্রেফতার মূল চক্রী! কী দাবি কলকাতা পুলিশের?

টার্গেট অভিষেক বন্দ্যোপাধ্যায়! মুম্বই থেকে কললাতা পুলিশের এসটিএফের জালে কুখ্যাত জঙ্গি! সোমবার সাংবাদিক বৈঠক করে এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল কলকাতা পুলিশ।

এদিন লালবাজারের তরফে জানানো হয়, ২৬/১১ মুম্বই হামলার সঙ্গে যুক্ত রাজারাম রেগে নামের এক ব্যক্তিকে মুম্বই থেকে গ্রেফতার করা হয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে বেশ কয়েক দিন ধরে নজর রাখছিল ওই ব্যক্তি। কালীঘাটের বাড়ি ও ক্যামাক স্ট্রিটের অফিসের সামনেও রেইকি করেছিল রাজারাম রেগে নামের ওই ব্যক্তি। এমনকী অভিষেক ও তাঁর ব্যক্তিগত সহকারীর মোবাইল নম্বরও যোগাড় করেছিল সে। অভিষেকের ব্যক্তিগত সহকারীর অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে বলে খবর। এই ঘটনার পরে অভিষেকের নিরাপত্তা আরও বাড়ানো হচ্ছে লালবাজারের তরফে।

Related Articles