সোমবারই সকালেই এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে ২০১৬ সালের প্রায় ২৫ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর এর বিরুদ্ধেই এবার সুপ্রিমকোর্টের দারস্থ হতে চলেছে রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন।
জানা যাচ্ছে, ইতিমধ্যেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে কথা বলেছেন এসএসসি চেয়ারম্যান। আইনজীবীদের পরামর্শ অনুযায়ী, সম্পূর্ণ রায়ের কপি হাতে পেলেই দেশের সর্বোচ্চ আদালতে আবেদন করা হবে। রাজ্যের যুক্তি, যে সমস্ত নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে, শুধুমাত্র সেই পদ বাতিল না করে কেন গোটা প্যানেল বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট! মূলত এই যুক্তিকে সামনে রেখেই সুপ্রিমকোর্টে সওয়াল করতে চলেছে রাজ্য সরকার।