দুর্নীতির দায়ে ২০১৬ সালের এসএসসির গোটা প্যানেলই সোমবার বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। ফলে এক নিমেষেই চাকরিহারা হয়েছে ২৪ হাজার ৬৩৯ জন। এরসঙ্গেই যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ প্রসঙ্গেও এদিন নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক।
আদালতের নির্দেশ, শূন্য পদ পূরণের জন্য নতুন করে প্রক্রিয়া শুরু করতে হবে এসএসসি’কে। যেহেতু এই মুহূর্তে নির্বাচন চলছে, তাই নির্বাচন শেষ হওয়ার ২ সপ্তাহের মধ্যেই নতুন নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া শেষ করতে হবে। ফলে জুন মাসে নির্বাচনের ফল ঘোষণার পরে ফের নিয়োগ প্রক্রিয়া শুরুর সম্ভাবনা রয়েছে।