Sambad Samakal

Mamata: মানবিক মমতা! নিরাপত্তার ঘেরাটোপ ভেঙে মহিলাদের ছায়ায় বসানোর ব্যবস্থা!

May 1, 2024 @ 4:20 pm
Mamata: মানবিক মমতা! নিরাপত্তার ঘেরাটোপ ভেঙে মহিলাদের ছায়ায় বসানোর ব্যবস্থা!

মানবিক মমতা! তীব্র গরমের মধ্যেই জেলায় জেলায় ঘুরে ভোটপ্রচার করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মালদার নির্বাচনী জনসভায় যোগ দিয়েছিলেন তিনি। বক্তৃতাও শুরু করে দিয়েছিলেন। সেই সময়েই তাঁর নজরে পড়ে তীব্র রোদের মধ্যে দাঁড়িয়ে সভা শুনছেন একদল মহিলা।

সঙ্গে সঙ্গে নিজের বক্তৃতা থামিয়ে দেন তিনি। মঞ্চ থেকেই মন্ত্রী ইন্দ্রনীল সেনকে নির্দেশ দেন, মঞ্চের সামনে ছায়ায় ঘেরা ডি-জোনে যেন ওই মহিলাদের বসানোর ব্যবস্থা করা হয়। তড়িঘড়ি মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা এই নির্দেশ পালন করেন। তীব্র গরমে কষ্ট পাওয়া মহিলাদের জন্য মমতার এই পদক্ষেপকে কুর্নিশ জানান সকলেই।

Related Articles