Sambad Samakal

Congress: এবার রেবেরেলিতেও রাহুল, প্রার্থী হলেন না প্রিয়ঙ্কা

May 3, 2024 @ 9:06 am
Congress: এবার রেবেরেলিতেও রাহুল, প্রার্থী হলেন না প্রিয়ঙ্কা

কেরলের ওয়নাড়ের পর এবার উত্তরপ্রদেশের রায়বেরেলি থেকেও হাত শিবিরের প্রার্থী হচ্ছেন রাহুল গান্ধী। অন্যদিকে অমেথি কেন্দ্র থেকে লড়বেন কেশরীলাল শর্মা। শুক্রবার সকালে বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়ে দিল কংগ্রেস।

গান্ধী পরিবারের গড় বলে পরিচিত ছিল অমেথি ও রায়বেরেলি। অমেথি
কেন্দ্র থেকে একসময় জিতে প্রধানমন্ত্রী হয়েছেন রাজীব গান্ধী। পরবর্তীতে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীও জিতেছেন এই আসনে। কিন্তু গত লোকসভা ভোটে এই গড়ে ভাঙন ধরিয়ে জয়ী হন বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি। কেরলের ওয়নাড় থেকে জিতে সাংসদ পদ ধরে রাখেন রাহুল। এবারও এই কেন্দ্রে বিজেপির প্রার্থী স্মৃতি। এই আবহে অমেথিতে কংগ্রেসের প্রার্থী কে হবেন, তা নিয়ে জল্পনা ছিল। স্মৃতি বারবার এই আসনে তাঁর বিপক্ষে লড়ার জন্য রাহুলকে আহ্বান জানালেও সোনিয়া পুত্র সেপথে হাঁটেননি। তিনি এবারও কেরলের ওয়নাড় থেকে প্রার্থী হন। সেখানে ভোট হয়েও গিয়েছে।
অন্যদিকে, ইন্দিরা গান্ধীর জেতা আসন রেবেরেলিতে হাত শিবিরের প্রার্থী কে হবেন, তা নিয়েও জল্পনা ছিল তুঙ্গে। শোনা গিয়েছিল, এই আসন থেকে প্রার্থী হবেন প্রিয়ঙ্কা গান্ধী। এমনকী, তাঁর স্বামী রবার্ট ভদ্রার নামও উঠে আসছিল অমেথি ও রায়বেরেলি, দুই কেন্দ্রেই। কিন্তু শেষমেশ প্রার্থী হলেন না প্রিয়ঙ্কা বা রবার্ট কেউই। রায়বেরেলি থেকে ফের ভোটে লড়ার সিদ্ধান্ত নিলেন রাহুল। কংগ্রেস সূত্রে খবর, জিতলে রায়বেরেলি আসনটি ধরে রাখবেন রাহুল। উল্লেখ্য, শুক্রবারই এই দুই আসনে মনোনয়নের শেষ দিন।

Related Articles