বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের রাজভবনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল রাজভবন।
প্রসঙ্গত, রাজ্যপালের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ ওঠার পরেই সেই প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন মন্ত্রী চন্দ্রিমা। নির্যাতিতা মহিলার পাশে থাকার বার্তাও দিয়েছিলেন। আর তারপরেই রাজভবনের এই সিদ্ধান্ত।
যদিও এই বিষয়টিকে বিশেষ আমল দিতে চাইছেন না মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর দাবি, “ভয় দেখিয়ে আমাকে দমানো যাবে না। আমার রাজভবনে প্রবেশ কেউ আটকাতে পারবে না।”