এপ্রিল মাসে লাগাতার তাপমাত্রার পারদ চড়লেও, মে মাসের শুরু থেকেই সামান্য স্বস্তি মিলতে শুরু হয়েছে। যদিও শুক্রবার সকালে আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সকালের দিকে রোদের তীব্রতা থাকলেও, বিকেলের পর থেকে আংশিক মেঘলা হবে আকাশ। শহর কলকাতায় এদিন তাপপ্রবাহের সতর্কতা না থাকলেও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। যদিও শনিবার থেকে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায় বিক্ষিপ্তভাবে হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিন শহর কলকাতার তাপমাত্রার পারদ ৩৯ ডিগ্রির আশেপাশে থাকবে বলে মনে করছে হাওয়া অফিস। তাপপ্রবাহের পরিস্থিতি না থাকলেও অতিরিক্ত পরিমাণে জলীয় বাষ্প থাকায় ঘর্মাক্ত ও অস্বস্তিকর গরমের অনুভূতি বজায় থাকবে।