Sambad Samakal

Mamata: বিজেপি-সিপিএম একসঙ্গে চাকরি খেয়েছে! মোদিকে নিশানা করে কী দাবি মমতার?

May 3, 2024 @ 4:19 pm
Mamata: বিজেপি-সিপিএম একসঙ্গে চাকরি খেয়েছে! মোদিকে নিশানা করে কী দাবি মমতার?

শুক্রবার বাংলায় এসে যোগ্য চাকরিপ্রার্থীদের আইনি সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তারপরেই রায়নার জনসভা থেকে মোদিকে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করলেন, চাকরিপ্রার্থীদের হয়ে রাজ্য সরকার লড়াই করছে। এখানে মোদির কোনও প্রয়োজন নেই।

এদিন মমতা বলেন, “প্রধানমন্ত্রী এখানে এসে বলছেন, ওঁরা চাকরিহারাদের পাশে থাকবে! তোমাদের সাহায্য দরকার নেই। আদালতে বিজেপি-সিপিএম একসঙ্গে দাঁড়িয়ে চাকরি খেয়েছে। লজ্জা করে না! রাজ্য সরকার ওদের পাশে দাঁড়িয়ে উচ্চ আদালতে লড়াই করছে। আয়নায় আগে নিজের মুখে দেখুন। আপনার কোনও প্রয়োজন নেই শিক্ষক-শিক্ষিকাদের। থোঁতা মুখ ভোঁতা হয়ে যাবে! এটা আসলে কেমন জানেন, সাপের গালেও চুমু খায় আবার ব্যাঙের গালেও চুমু খায়। চাকরিও কেড়ে নেবে, বড় বড় কথাও বলবে!”

Related Articles