নিয়োগে দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি গিয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মচারীর। এই মুহূর্তে দেশের সর্বোচ্চ আদালতে বিচারাধীন রয়েছে মামলাটি। শুক্রবার যোগ্য ও অযোগ্য চাকরিপ্রাপকদের পৃথক ভাবে চিহ্নিত করা নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার।
এদিন সাংবাদিকদের মুখোমুখি তিনি জানান, যোগ্য ও অযোগ্য চাকরিপ্রাপকদের আলাদ করে চিহ্নিত করা সম্ভব। কলকাতা হাইকোর্টের পরে সুপ্রিমকোর্টে অযোগ্য চাকরিপ্রাপকদের তালিকা জমা দেবে কমিশন। একইসঙ্গে যোগ্য চাকরিপ্রাপকদের তালিকাও জমা দেওয়া হবে। এসএসসির এই অবস্থানকে স্বাগত জানিয়েছেন চাকরি হারানো যোগ্য শিক্ষকরাও।